CERTIFICATE AWARDING CEREMONY 2021 (Google form submission date extended upto 30 September 2025.       3rd Call for Research Proposals       Admission Test Results: Fall 2025       EWUCRT 116th SEMINAR       Call for Applications: Graduate Diploma in Leather, Leather Goods, and Footwear Management       Call for Papers: East West Journal of Business and Social Studies- Vol. 13, 2025       “4th International Conference on Information and Knowledge Management (i-IKM) on 16-18 September 2025”       2nd CALL FOR ABSTRACTS OF PUBLISHED RESEARCH PAPERS, Vol. 19, 2024       Call for Papers: East West Journal of Business and Social Studies- Vol. 13, 2025       2nd Call for Research Proposals-Round 18      

Address of the Honorable Education Minister Dr. Dipu Moni MP

Home/Address of the Honorable Education Minister Dr. Dipu Moni MP


 A quote from Honorable Education Minister Dr. Dipu Moni's MP Speech 



* আমি জেনে খুশি হয়েছি যে, সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছে। 

* তার একটি হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মাঝে সবচেয়ে বেশি তথ্যপ্রযুক্তি ব্যবহারের স্বীকৃতি স্বরূপ আইসিটি এওয়ার্ড। 

* অন্যটি হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মাঝে সরকারী কোষাগারে সবচেয়ে বেশি কর প্রদানের গৌরব ও স্বীকৃতি অর্জন। "

" ... আমি এই ইস্ট ওয়েস্ট এর ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে এসে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। সাফল্যের মালা সর্বদাই খুব আনন্দময় হয়। । আপনাদের উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ দিনটিকে নিশ্চয় অনেক অর্থবহ করে তুলেছে, অনেক রঙ্গিন করে তুলেছে। এই বিশ্ববিদ্যালয়টি গত ২৪ বছরে অর্জন করেছে অভিভাবকদের আস্থা, ছাত্র-ছাত্রীদের ভালোবাসা, সমাজের সুনাম এমনকি আন্তর্জাতিক স্বীকৃতি। এটা কম কথা নয়, যখন শিক্ষার বিরুদ্ধে বাণিজ্যিকীকরণের অভিযোগ ওঠে, তখন মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানে নিরন্তর প্রয়াস এবং সাফল্য অর্জন প্রশংসনীয়। আমি মনে করি এ বিশ্ববিদ্যালয় বেসরকারিখাতে উচ্চশিক্ষার একটি রোল মডেল হয়ে দাঁড়াবে যাকে অনুসরণ করতে পারে অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমি জেনে খুশি হয়েছি যে, সম্প্রতি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছে। তার মধ্যে একটি হল সবচেয়ে বেশি তথ্যপ্রযুক্তি ব্যবহারের স্বীকৃতি স্বরূপ আইসিটি এওয়ার্ড, অন্যটি হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মাঝে সরকারি কোষাগারে সবচেয়ে বেশি কর প্রদানের গৌরব ও স্বীকৃতি অর্জন। এসব সম্মাননা প্রমাণ করে এ বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতাবোধ প্রখর এবং এদের দেশপ্রেম অনুসরণীয়। এ বিশ্ববিদ্যালয় অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বৃত্তি দেয় আমরা শুনেছি। আমি মনে করি নিঃসন্দেহে এটি অত্যন্ত চমৎকার প্রশংসনীয় উদ্যোগ। আর এই এতো সকল বিরল সম্মানের জন্য আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কে অভিনন্দন জানাই।

তরুণ শিক্ষার্থীগণ, আপনারা যারা আজকের এই দিনে স্নাতক হবার গৌরব অর্জন করেছেন, আজকের দিনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্র এবং জীবনের বৃহত্তর অঙ্গনে প্রবেশের এক সন্ধিক্ষণে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। এদিনটি কেবল আপনাদের জন্যই নয় আপনাদের অভিভাবক এবং আপনাদের শিক্ষক, অভিভাবকরা অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং শিক্ষক মন্ডলী তাদের মেধা এবং প্রজ্ঞা ছড়িয়ে দিয়েছেন আপনাদের মাঝে, এবং এই যে বিশ্ববিদ্যালয় যারা আপনাদের প্রতিভা স্ফুলনের সুযোগ করে দিয়েছেন তাদের সকলের জন্যই এ দিনটি অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আপনারাই আমাদের ভবিষ্যৎ, এই জাতির ভবিষ্যৎ, আপনারাই নেতৃত্ব দেবেন। আপনারাই গড়বেন ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, ও দুর্নীতিমুক্ত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্নই আপনারা বাস্তবায়িত করবেন, যে স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ... "