Change of 117th Research Seminar Date       CERTIFICATE AWARDING CEREMONY 2021 (Google form submission date extended upto 30 September 2025.       3rd Call for Research Proposals       Admission Test Results: Fall 2025       EWUCRT 117th SEMINAR       Call for Applications: Graduate Diploma in Leather, Leather Goods, and Footwear Management       Call for Papers: East West Journal of Business and Social Studies- Vol. 13, 2025       “4th International Conference on Information and Knowledge Management (i-IKM) on 16-18 September 2025”       2nd CALL FOR ABSTRACTS OF PUBLISHED RESEARCH PAPERS, Vol. 19, 2024       Call for Papers: East West Journal of Business and Social Studies- Vol. 13, 2025      

Notice Board

Home/Notice Details

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১

Saturday, 21 August 2021

Notice Details

৭ম বারের মতো বেসিস-এর তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১! এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেসিস-এর স্ট্রাটেজিক পার্টনার হিসেবে থাকছে।

প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই হল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করছে। যে কেউ বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। নাসা কর্তৃক প্রদত্ত নিয়ম অনুসরণের মাধ্যমে বাছাই প্রক্রিয়া পরিচালিত হবে।

প্রজেক্ট হিসেবে জমা দিতে পারবেন হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রটোটাইপ।
আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://bsf.basis.org.bd/NASA-Registration-Form

রেজিস্ট্রেশন চলবে ২২ আগস্ট ২০২১ রাত ১১:৫৯ পর্যন্ত।

আজই রেজিস্ট্রেশন করুন।